সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ হাজার ৪২ শতাংশ। কোম্পানিটি ১১৩ বারে ২ লাখ ৩৩ হাজার ২৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০৩ বারে ৫ লাখ ৩০ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আমরা টেকনোলজিসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৬৬৬ বারে ৪ লাখ ৭৭ হাজার ২৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ওয়াটা কেমিক্যালসের ৩.৬৬ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৬২ শতাংশ, এসিআই লিমিটেডের ৩.৬২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৩.২৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ২.৭৩ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২.৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস