Top

কালিয়াকৈরে যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যার অভিযোগ

১২ ডিসেম্বর, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
কালিয়াকৈরে যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পাঁচটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে দুর্বৃত্তরা যুবককে কুপিয়ে হত্যা করে।

নিহত তাজবির হোসেন শিহান কালিয়াকৈরের মৌচাক (জামতলা) এলাকার তানভির হোসেন নান্নুর ছেলে। শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, শিহান বাড়ী থেকে বের হলে পাঁচ যুবক ধারালো অস্ত্র নিয়ে মৌচাক মাজার সড়কের মোড় তাকে থেকে ধাওয়া করে। দুর্বৃত্তরা তাকে পুলিশ ফাঁড়ী সংলগ্ন হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল এসে যুবকের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এম জি

শেয়ার