চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, আজ থেকে ৫০০ বছর পূর্বেও লোকজন নানা কাজে পারদর্শী ছিলেন। কেউ গান গাইতেন, কেউ ভালো রান্না করতেন। কিন্তু তখন তথ্য প্রযুক্তির এমন ব্যবহার ছিলো না। কিন্তু এখন একজন দক্ষ লোক তার পেশাগত কাজ খবু সহজে প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরতে পারছেন এবং প্রযুক্তির ব্যবহারে তার উপার্জন বেড়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধিনে মহিলা সংস্থার উদ্যোগে তথ্য আপা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও বলেন, একজন শিক্ষার্থী শিক্ষার পাশাপাশি একাধিক কাজে অভিজ্ঞ হতে হবে। বিশেষ করে নারীরা এখন এগিয়ে। কেউ রান্নায়, কেউ কৃষি কাজে অথবা প্রযুক্তিতে অভিজ্ঞ। যারা শিক্ষার্থী তাদেরকে কম্পিউটার শিখে রাখা আবশ্যক। এটি তার কর্মজীবন অনেক সহজ হবে। আমরা দেখছি অনেক তরুন কম্পিউটার ব্যবহার করে কাজের মাধ্যমে অনেক ডলার উপার্জন করছেন।
জেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) ফাতেমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া, জেলা দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আবদুল কাদের খান।
এনজে