শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, দপ্তর সম্পাদক ইমরান মাহমুদ, সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মোর্শেদ মামুন ও জুয়েল রানা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে থেকে শোকর্যালি শুরু হয়ে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন, সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, ১৩ই ডিসেম্বর বাদ জুমা শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এনজে