Top

বিজয় দিবস উপলক্ষে কোটালীপাড়ায় জামায়াতের আলোচনা সভা

১৬ ডিসেম্বর, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে কোটালীপাড়ায় জামায়াতের আলোচনা সভা
কোটালীপাড়া (গাপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ রেজাউল করিম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শওকত আলম আজাদ, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ সেকেন্দার আলী, সেক্রেটারী ফরিদ উদ্দিন মাউসদ, কোষাধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ, পৌর শাখার সভাপতি মুনসুর খলিফা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, শেখ হাসিনা যদি এদেশে ফিরে আসে তাহলে যে ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগ এনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সে ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দেওয়া হবে।

বিএইচ

শেয়ার