কক্সবাজারে অবস্থিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার ৩৫ নাগাদ উখিয়ার ১ডাব্লিও ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৮ বছরের এক শিশু নিহত ও প্রায় সাড়ে ছয়শত শেল্টার পুড়ে ছাই হয়ে গেছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের ক্যাম্প কার্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্প ১ডাব্লিও এর সি, ডি, ই ও এফ ব্লকে আগুনে প্রায় ছয়শত শেল্টার পুড়ে ছাই হয়ে গেছে এবং কয়েকটি ফ্যাসিলিটি সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও কর্মী আল মামুন বলেন,আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রায় পাঁচশত এর অধিক শেল্টার পুড়ে গেছে এতে অনেক শরণার্থীকে খোলা আকাশের নিচে থাকতে হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনো জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।
এম জি