শেরপুর শহরে বাজারের প্রধান সড়কের ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের নয়আনী বাজারে ওই অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। সেই সাথে একইদিন দুপুরে পৌর শহরের ঢাকলহাটী মহল্লায় অবস্থিত মেসার্স জমশেদ অটো রাইস মিলকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয় সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: গাজী আশিক বাহার মঙ্গলবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের নয়আনী বাজার ও পৌরসভার ঢাকলহাটী মহল্লায় অভিযান চালায়। এসময় নয়আনী বাজারের প্রধান সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা অবৈধ দোকানীদের ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়। এদিকে একইদিন দুপুরে ঢাকলহাটী মহল্লায় অবস্থিত মেসার্স জমশেদ অটো রাইস মিলে খাদ্য অধিদপ্তরের ইস্যুকৃত লাইসেন্স না থাকার দায়ে ওই মিলের মালিক মো. ফুলু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: গাজী আশিক বাহার। পরে অভিযুক্ত ওই মিল মালিক ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের জে.এম শাখার পেশকার মো: দুলাল মিয়া, বাজার মনিটরিং সদস্য বৈষম্যবিরোধী ছাত্রনেতা মামুন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এম জি