বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন সুস্থ হওয়া চাই। সুস্থ নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। আমাদের প্রস্তাবনায় রয়েছে নির্বাচন হতে হবে ভোটের আনুপাতিক হারে। যে দল যতো শতাংশ ভোট পাবে, সেই দল তত শতাংশ প্রতিনিধিত্ব করবে সংসদে। এতে করে যদি কোন দল এক শতাংশ ভোট পায় তাহলে তারাও সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে ইনশাআল্লাহ।
সুন্দরবন বেষ্ঠিত উপকূলীয় উপজেলা খুলনার কয়রায় কপোতাক্ষ ডিগ্রী কলেজ মাঠে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
কয়রা-পাইকগাছার প্রধান সমস্যা বেঁড়িবাধ সংকট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে জামায়াতের আমির বলেন, আপনারা অন্তত: শুরু করুন। জামায়াত দেশ সেবার সুযোগ পেলে আর কোন দাবি করতে হবে না, বরং জনগনের সংকটগুলো খুঁজে নিয়ে সমাধানের চেষ্টা করবে। এদেশের যুবকরা বৈষম্যমুক্ত যে সমাজের স্বপ্ন দেখেছিল তেমন একটি সমাজ গড়তে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
শফিকুর রহমান বলেন, স্বৈরাচারি আওয়ামী লীগ বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে, নির্বাচনকে ধ্বংস করে, দুদককে ধ্বংস করে। তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হেলমেটওয়ালা গুন্ডা বাহিনী পাঠিয়েছিল তারা। লেখাপড়ার কোন পরিবেশ ছিল না। মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। মেধার কোন মূল্য ছিল না। এ সমস্ত কারণে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। আর তাদের আন্দোলনের ফলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে।
জামায়াতের আমীর আরও বলেন, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় আওয়ামী লীগ। ২০১৮ সালের নির্বাচন ছিল নিশি রাতের। আর ২০২৪ সালে ছিল ড্যামি নির্বাচন। এদেশের মানুষ তিন তিন বার ভোট দিতে পারিনি। সকলের যুক্ত করে ভোটার তালিকা তৈরি করতে হবে। প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে শেখ হাসিনা। তার বোনের মেয়ে টিউলিপ সৌভাগ্যক্রমে ইংল্যান্ডের মন্ত্রী হয়েছিল। রূপপুর পারমানবিক কেন্দ্র থেকে মা, খালা ও মেয়ে মিলে ৫৭ হাজার কোটি টাকা চুরি করেছে। ব্যাংকগুলো সব ফাঁকা। ফিন্যান্সিয়াল সেক্টর ধ্বংস, বীমা কোম্পানী গুলো মাটির কোম্পানিগুলো মাটির সাথে মিশে গেছে। এরা জাতির দুশমন, শক্র, চোর। এরা বাংলাদেশ থেকে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। জামায়াতের খুলনা জেলার সহকারি সেক্রেটারী এড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতের হিন্দু শাখার নেতা বাবু কৃষ্ণ নন্দী, জামায়াত নেতা মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ কবিরুল ইসলাম, মুন্সি মিজানুর রহমান, মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আযম হাদী প্রমুখ।
সকাল থেকেই মিছিল সহকারে বিভিন্ন এলাকার মানুষ কপোতাক্ষ কলেজ মাঠে আসতে শুরু করেন। কয়রা উপজেলা ছাড়াও আশপাশের আশাশুনি, শ্যামনগর, পাইকগাছা উপজেলার কর্মীরাও আমীরে জামায়াতের বক্তৃতা শুনতে জড়ো হন। নারায়ে তাকবির ধ্ববনি যুক্ত মিছিলে মিছিলে ভরে ওঠে রাজপথ। বেলা দেড়টার দিকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে কর্মী সমাবেশ শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হোসাইন আহমেদ। এর আগে সকাল দশটা থেকেই স্থানীয় বিভিন্ন নেতাকর্মীরা বক্তৃতা দিতে থাকেন। পাশাপাশি ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
এর আগে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারো মাইল বাজারে সকাল ৭টায় এক পথসভায় জামায়াতের আমীর প্রধান অতিথির বক্তৃতা করেন। এছাড়া পাইকগাছা উপজেলা গদাইপুরে এক পথসভায় সকাল ১০টায় তিনি বক্তৃতা করেন।
অনুষ্ঠান শেষে বেলা চারটায় ডাঃ শফিকুর রহমান উপজেলা পরিষদ মাঠ থেকে হেলিকপ্টর যোগে কয়রা ত্যাগ করেন।
এম জি