চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবা পুলিশের সহযোগীতায় ফিরলেন মায়ের কোলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রামে।
জানা যায়, গতবছর ২৪ এপ্রিল উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তারের সাথে একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধার সাথে ভালোবাসার সম্পর্কে বিবাহ হয়।
তাদের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার (০১ মাস ১৩ দিন বয়সী) এক কন্যা সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকে তাদের মধ্যে বিবেদ চলছিল। পরে গত ২২ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিবাহ বিচ্ছেদ হয়।
তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রয় করে দেয়।
এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে থানার এসআই শাহাদাৎ নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অফিসার ইনচার্জ মো.রবিউল হকের কাছ থেকে বৃষ্টি আক্তার নুসাইবাকে নিয়ে যায়।
এম জি