বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় মোংলা পৌর জামায়াত ইসলামী কার্যালয় (ডা. জিয়াউল আহসান এর ২য় তলা) কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভায় মোংলা পৌর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব এম এ বারী এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে মো. জসীম উদ্দিন খন্দকারকে সভাপতি ও মঈন উদ্দিন মিলনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুমন,সহ-সভাপতি মো. নুরুজ্জামান, সহ-সেক্রেটারী মো. রবিউল ইসলাম, সহ-সেক্রেটারী জহিরুল ইসলাম রিপন, বায়তুল মাল সম্পাদক মো. আশরাফুল ইসলাম টিপু, সহ- বায়তুল মাল সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অফিস সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-অফিস সম্পাদক মো. ইয়াছিন হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক শেখ মো. মিলন, সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আরিফ হোসেন, রাজনৈতিক ও প্রশাসন মো এমরান হাসান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আল মামুন, অমুসলিম বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেন, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম বাচ্চু, ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম শিমুল, তথ্য ও গবেষনা সম্পাদক মো. নুরুল আফসার মীর, আইন বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ওলামা মাশায়েখ সম্পাদক হাফেজ মাও: মাহামুদুল হাসান, সহ-ওলামা মাশায়েখ সম্পাদক কাজী মো. ফোরকান হোসেন, তারবিয়াত সম্পাদক মো. মনিরুজ্জামান, সাহিত্য সম্পাদক মো. পারভেজ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল গনি, পাঠাগার সম্পাদক মনিরুল ইসলাম, সহ-পাঠাগার সম্পাদক মো. সুমন, মৎস বিষয়ক সম্পাদক মাও: মো. ওসমান শরীফ, শ্রম বিষয়ক সম্পাদক মো. রুবেল, সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. ফিরোজ, মো. সিদ্দিকুর রহমান, মো. মমতাজুল হক, মো. আরিফ হোসেন।
বক্তারা সভায় বলেন, জামায়াতে ইসলামী কখনো হিংসা ও হানাহানি পছন্দ করে না। জামায়াতে ইসলামী সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। সবাই আমাদের ভাই। সকল মুসলমানকে ইসলামকে পরিপূর্ণভাবে গ্ৰহণ করে এবং আল্লাহ আদেশ পালন করতে হবে। নতুন কমিটির সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করতে বলা হয়। এ সময় সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে সার্বিক আলোচনা ও সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার নায়েবে আমির মাও: মনিরুজ্জামান, সহ-সেক্রেটারী শেখ আবিদ হাসানসহ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীল অনেকেই উপস্থিত ছিলেন।
এনজে