বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ কাড়াপাড়া এলাকায় দিন দিন তীব্র আকার ধারণ করছে সুপেয় পানির সংকট। পানির অভাবে এলাকাবাসী, বিশেষ করে শিশুরা, স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
সোমবার (৩০ ডিসেম্বর) স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফোর জেনারেশন ও অ্যাকশন ফর ক্লাইমেট সোশাল ডেভেলপমেন্ট আয়োজিত এক গণশুনানিতে এসব সমস্যা তুলে ধরেন ভুক্তভোগীরা।
স্থানীয় কৃষ্ণা রাণি দে বলেন, গভীর নলকূপ না থাকায় ও পুকুরের পানির ফিল্টার অকেজো হয়ে পড়ায় আমরা সুপেয় পানির জন্য অনেক কষ্ট করছি। গরিব মানুষ হওয়ায় পানি কিনেও খেতে পারি না। তাই সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের সুপেয় পানির ব্যবস্থা করা হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, মির্জা মেহেদি হাসান, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন,কামরুজ্জামান শিমুলসহ শতাধিক স্থানীয় বাসিন্দা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা উন্নয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় যুবদের প্রশিক্ষণ প্রদান ও সরকারের বরাদ্দ বৃদ্ধি করার আহ্বান জানান তারা।
গণশুনানিতে কাড়াপাড়া ইউনিয়নের পানির সংকট সমাধানে গভীর নলকূপ স্থাপনের দাবি উত্থাপন করেন যুব দলের সদস্য মো. রবিউল ইসলাম। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে একটি গভীর নলকূপ স্থাপন করা হবে।
এম জি