চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া এসিড দগ্ধ গৃহবধূ মিলির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে পিজি হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিলির মা রাশেদা বেগম।
ঘটনা সূত্রে জানা যায়,পশ্চিম সুজাতপুর গ্রামের আয়ুব আলীর মেয়ে মিলি আক্তরের সাথে মমরুজকান্দি গ্রামের সফিকুল ইসলাম মানিকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে মিলি আক্তারের অন্যত্র বিয়ের হয়ে গেলেও মানিক তাকে ভুলতে পাড়েনি। এদিকে বিয়ের পর মিলির স্বামী বিদেশ থাকায় বাপের বাড়িতে থাকতো। ২৫ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে মানিক ও মমরুজকান্দি গ্রামের শাহজাহানের ছেলে জাহিদ মিলে এসিড নিক্ষেপ করে। এতে মিলির মুখ, বুক, পিঠ ও হাত ও মা রাশেদা বেগমের হাত এবং উরু ঝলসে যায়।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে দিলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। মিলির বাবা আইয়ুব আলী সফিকুল ইসলাম মানিক ও জাহিদকে আসামি করে থানায় মামলা করে।
পুলিশ এজাহারভূক্ত দুই আসামিকে আটক করে আদালতে প্রেরণ করে। আসামীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মতলব উত্তর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম মানিক এবং তাঁর সহযোগী এসিড নিক্ষেপকারী জাহিদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দু’জনই চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।
নিহত মিলির বাবা আইয়ুব আলী বলেন, আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের ফাঁসী চাই।
উল্লেখ্য নিহত মিলি আক্তারের একটি ৭ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
এম জি