Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

আইএসইউ ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু

৩০ ডিসেম্বর, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
আইএসইউ ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) উদ্বোধন হলো আইএসইউ ক্যারিয়ার ক্লাব।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, সম্ভব টেকনোলজিসের লিমিটেডের স্ট্র্যাটেজি ও প্রজেক্টের লিড ফিরোজ উদ্দিন আহমেদ, সিনিয়র ম্যানেজার এস এম মনোয়ার হোসেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ, দেশকে গড়তে হবে। ক্যারিয়ার নির্দিষ্ট কিছু না, এটা বিশ্বজনীন। শুধু ক্যারিয়ার নয়, পরিপূর্ণ মানুষ হতে হবে। আদর্শ মানুষই ক্যারিয়ার গঠনের প্রধান ধাপ। পড়াশোনা করে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন চাকরিদাতা প্রতিষ্ঠান তোমাকে খুঁজে নেয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া এবং আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।

প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ বলেন, প্রযুক্তির আধুনিকায়নের কারণে লার্নিং সিস্টেম খুব দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। দক্ষতা ও যোগ্যতা অর্জনে চর্চার মাধ্যমে ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আশা করি ক্যারিয়ার ক্লাব বিভিন্ন কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।

ক্যারিয়ার ক্লাবের মডারেটর জগলুল হক মৃধাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এম জি

শেয়ার