শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং সেন্টারের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক চালক মো. সুমনকে (৩৪) সোমবার (৩০ ডিসেম্বর) মধ্য রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা।
র্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম মঙ্গলবার(৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ঘাতক বাস চালক মো. সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘিরচর গ্রামের মো. আব্দুল মোতালেবেট ছেলে।
জানা গেছে, রোববার(২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শেরপুর জেলাস্থ সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-নকলা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সিএনজি যাত্রীসহ (রেজি নং- ময়মনসিংহ-ত-১১-৩৯৫০) শেরপুর-নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং সেন্টারের সামনে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস (রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২) এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মৃত্যুবরণ করেন। সে সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়।
এঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৪, তাং- ২৯-১২-২৪ ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।
পরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মো. সুমনকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মো. সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম জি