মাদারীপুরের কালকিনি উপজেলা জুড়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে প্রশাসন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নির্দেশনায় কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।
এ সময় ঐ এলাকায় পালরদী নদীতে অবস্থিত একটি আত্মঘাতী ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ১৫ টি পাইপ বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের মালিকপক্ষ কাউকে পাওয়া যায়নি। অভিযানকালে কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন, নদী ভাঙন রোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা জুড়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।জনকল্যাণে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
এম জি