Top
সর্বশেষ

‘পেশাগত জীবনে প্রয়োগযোগ্য প্রশিক্ষণ গ্রহণ করলে সফলতা নিশ্চিত’

০৬ জানুয়ারি, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
‘পেশাগত জীবনে প্রয়োগযোগ্য প্রশিক্ষণ গ্রহণ করলে সফলতা নিশ্চিত’
জবি প্রতিনিধি :

পেশাগত জীবনে প্রয়োগযোগ্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করলে সফলতা নিশ্চিত বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে সাইবার সিকিউরিটি এসেনশিয়ালস সিকিউরিং ই-মেইল এন্ড সোশ্যাল মিডিয়া ট্রেনিং অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

সোমবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে সাইবার সিকিউরিটি এসেনশিয়ালস: সিকিউরিং ই- মেইল এন্ড সোশ্যাল মিডিয়া’ শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে ট্রেনিং এ কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ওডব্লিউএএসপি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও কিউএ প্রো লিমিটেডের সিইও মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

মডারেটর হিসেবে ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর। অনুষ্ঠানটি সঞ্চালনার করেন প্রোগ্রামের কো-অর্ডিনেটর আইকিউএসি এর সহকারী পরিচালক তাহসিনা ফারহান। ট্রেনিং-এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা যদি গতানুগতিক না হয়ে, পেশাগত জীবনে প্রয়োগযোগ্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করি তবে তা আমাদের কার্যক্রমের সফলতা নিশ্চিত করবে।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই সাইবার জগতে বাস করি তাই এর নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক।

এনজে

শেয়ার