‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোন ভাবেই আসতে দেয়া হবে না। অসাম্প্রদায়িক চেতনায় গড়া বাংলাদেশের মাটিতে সম্প্রদায়িক মোদির কোন জায়গা নেই’।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন ছাত্রফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নবীন আহমেদ।
তিনি আরো বলেন, মোদিকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতি চরম অসম্মান প্রদর্শণ করেছে এই আওয়ামী লীগ সরকার। মহান মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় জীবন উৎসর্গকারী শহীদদের মর্যাদাকে করেছে খর্ব। ভোটার বিহীন আওয়ামী সরকার মুক্তিযুদ্ধকে নিজের দলীয় সম্পত্তিতে পরিণত করতে চায়। কিন্তু আওয়ামী লীগের এই ঔদ্ধত্যকে এদেশের ছাত্র-জনতা কখনো মেনে নেবে না বলে হুশিয়ার করেন তিনি।
বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা সুমু।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, বাংলার মাটিতে কোন ফ্যাসিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতাবাদীদের জায়গা নেই। গোটা এশিয়ায় এনআরসি ও এনসিসি-এর মত পলিসি দিয়ে যখন উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিচ্ছে ফ্যাসিবাদী মোদি তখন অসাম্প্রদায়িক চেতনায় করা মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে তাকে দেশে আনা হবে এটা কখনো মেনে নেয়া হবে না।
তিনি আরো বলেন, দেশের সীমান্তে নির্বিচারে পাখির মতো মানুষ মারা হয় কিন্তু কোন বিচার হয় না। সেই দেশের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা কোন ভাবেই মেনে নিব না। প্রয়োজনে রক্ত দিয়ে দুর্বার আন্দোলন গড়ে মোদির আগমনকে প্রতিহত করতেই থাকবো বলে হুশিয়ার করেন তিনি।
এ সময় ছাত্রলীগের সমালোচনা করে সুমু বলেন, হেলমেট লীগ, হাতুড়ি লীগের পরে এখন ছিনতাই লীগে পরিণত হয়েছে ছাত্রলীগ। গতকাল ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কুশপুত্তলিকা দাহ কর্মসূচি থেকে মোদীর কুশপুত্তলিকা ছিনতাই করে নিয়ে গেছেন তারা। ছাত্রলীগের এই আচরণের তীব্র নিন্দা জানান এই নেত্রী।
ফ্যাসিস্ট মোদিকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ফ্যাসিস্ট নরেন্দ্র মোদিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং একই সাথে মোদীকে রক্ষার জন্য আজ ছাত্রলীগ যে ভূমিকা পালন করছে। তার জন্য আগামীতে তাদেরকেও এনএসএফের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে বলে হুশিয়ার করেন তিনি।
বক্তব্য শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেন উপস্থিত নেতাকর্মীরা এবং ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’, ‘ফিরে যাও-ফিরে যাও, ফ্যাসিস্ট মোদি ফিরে যাও’- স্লোগান দেন তারা।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আজিজুল মানিক, মহানগর শাখার সদস্য ভ.ই.ক্যাস্ট্রো সাগর, সংহতি জ্ঞাপন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সদস্য শুভ প্রমুখ।