Top

ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতি বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক সাইফুল

২৩ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতি বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক সাইফুল

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের তরুণ কর্মকর্তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ নামে একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মো. বদরুদ্দোজা শুভকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাইফুল ইসলামকে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল্ল্যাহ এ উপকমিটির অনুমোদন দিয়েছেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও সক্রিয়, সোচ্চার ও ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা, জনকল্যাণমুখী ও গতিশীল প্রশাসনব্যবস্থা জোরদার করার জন্য এই উপকমিটি গঠন করা হয়েছে।

উপকমিটির সভাপতি মো. বদরুদ্দোজা শুভ ৩০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ)। আর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, বর্তমানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

কমিটিতে আটজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এপিডি অনুবিভাগ) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া, সাভারের উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার, আড়াইহাজারের উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ এবং বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আদনান জুলফিকার।

শেয়ার