Top

‘আমাদের হাত আমাদের ভবিষ্যৎ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৭৬তম আসর

১৭ জানুয়ারি, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
‘আমাদের হাত আমাদের ভবিষ্যৎ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৭৬তম আসর
শেরপুর প্রতিনিধি :

আমাদের হাত আমাদের ভবিষ্যৎ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৭৬তম আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শেরপুরের নালিতাবাড়ীস্থ সেঁজুতি অঙ্গনে আসরটি অনুষ্ঠিত হয়।

কমরেড আবুল মুনছুর এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ,জয়জিৎ দত্ত শ্যামল,শান্তি সাহা,পৌসি সাহা,মালিহা জাহান,প্রাঞ্জল সাহা,মাইশা,শায়ন সরকার। সঞ্চালনা করেন ছড়াকার শহীদুল ইসলাম ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,শিক্ষক মাহমুদুল আহসান লিটন, প্রভাষক স্বপ্না চক্রবর্তী,শিক্ষক সজল কর্মকার,শিল্পী সবুজ সাহা,ছড়াকার মুজাহিদ আমিন, সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি, সাংবাদিক অমিত চক্রবর্তী,শিক্ষক পুজা প্রমুখ।

দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন প্রাঞ্জল সাহা,আবৃত্তি করেন একুশে দ্যুতি।অভিনয় করেন অভি,শুভজিৎ,দ্বীপ,তীর্থ প্রমুখ।

এম জি

শেয়ার