আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন আগত মুসল্লিরা। বাস, ট্রেন, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে লাখো মুসল্লির তুলনায় অপ্রতুল যানবাহন থাকায় অনেকে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন।
ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। এছাড়া বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। আখেরি মোনাজাত শেষে একযোগে বাড়ি ফিরতে শুরু করলেন মুসল্লিরা। এতে নির্ধারিত ট্রেনে দেখা যায় উপচেপড়া ভিড়।
রোববার (২ ফেব্রুয়ারি) ২৫ মিনিট আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এখান থেকেই তাবলীগ জামাতের সাথীরা ইসলামের কাজে বেরিয়ে পড়বেন দেশ বিদেশে।
সকাল ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষে টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, কলেজ গেট, মিলগেট, কামারপাড়া, আব্দুল্লাহপুর, বিমানবন্দর, উত্তরা, দৌড় ব্রিজসহ ইজতেমা ময়দান থেকে বের হওয়ার সব সড়কে বাড়ী ফেরা মুসুল্লীদের ঢল। টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরের বাজার পর্যন্ত হেঁটে যাচ্ছেন মুসল্লিরা।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রকিব বলেন, স্বাভাবিক সিডিউলে ৭ জোড়া বিশেষ ট্রেনসহ অন্যান্য ট্রেন চলাচল করছে।
এদিকে, নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। এছাড়া সড়ক পথে ট্রাক, পিকআপ ও অটোরিকশা যোগে গন্তব্যে যেতে দেখা গেছে মুসল্লিদের।
মুসল্লিরা বলছেন, সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় আখেরি মোনাজাতে তেমন ভোগান্তি হয়নি।
বিএইচ