Top
সর্বশেষ

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা
গাজীপুর প্রতিনিধি :

আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয়েছে ১২টা ২৭ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো শুরায়ি নেজাম (জুবায়ের অনুসারি) তাবলিগ জামাতের টানা ৬ দিনের ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামে তত্ত্বাবধানে ৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে। ২০২৬ সালের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের  ইজতেমা ২ জানুয়ারী থেকে শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারী এবং দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ জানুয়ারী থেকে শুরু হয়ে শেষ হবে ১১ জানুয়ারি।

প্রসঙ্গত, সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি শেষ হয়।

এনজে

শেয়ার