Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং

০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ হাজার ৯১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১২৬ বারে ১৮ লাখ ৫১ হাজার ৬৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এস্কয়ার নীটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৪৪১ বারে ৮ লাখ ৪৬ হাজার ১২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৬৪২ বারে ১৫ লাখ ৭৯ হাজার ৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এনার্জিপ্যাক পাওয়ারের ৯.৫৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৯.২৮ শতাংশ, অলিফ ইন্ডাস্ট্রিজের ৮.৯৭ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৮.৭৪ শতাংশ, এস এস স্টীলের ৬.৮২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ ও সিমটেক্স টেক্সটাইলের ৫.৯৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার