আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় চরফ্যাসন সরকারী কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহ,।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাসন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মীর মো: শরীফ হোসেন,৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু,অধ্যক্ষ আইয়ুব আলী,ভাইস প্রিন্সিপাল মারুফ বিল্লাহ সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন,
সুন্দর বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে সৎ দক্ষ আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তারা কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত,কবিতা আবৃত্তি উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এনজে