Top
সর্বশেষ
ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল অন্তর্বর্তী সরকারের ৬ মাস: আশা-নিরাশার দোলাচলে ব্যাংক খাত ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ, চলছে বুলডোজার

কক্সবাজারে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
কক্সবাজারে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি
কক্সবাজার প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখা।

র‍্যালিটি কক্সবাজার সদর উপজেলা ফটক থেকে শুরু হয়ে কালুর দোকান পেট্রোল পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি যথাক্রমে আব্দুল্লাহ আল ফারুক এবং কামরুল হাসান।

এছাড়াও জেলা অফিস সম্পাদক রহিম উল্লাহ, জেলা অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, জেলা মাদরাসা সম্পাদক হাফেজ জয়নাল আবেদিনসহ জেলা সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং সাংগঠনিক থানা ও ইউনিয়নসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি উত্তর সমাবেশে প্রধান অতিথি আব্দুর রহিম নূরী বলেন “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অনন্য ভূমিকা রেখেছে আসছে।

দেশ বিরোধী শক্তি ছাত্রশিবিরের দেশপ্রেম, সততা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও আধুনিক এবং বিজ্ঞানভিত্তিক দেশ ও ছাত্রকল্যাণমূলক কাজকর্ম দেখে ভীত হয়ে ছাত্রসমাজের কাছ থেকে ছাত্রশিবিরকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র করেছিলো তা ছাত্রশিবির তার যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক ও ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ড দিয়ে ব্যর্থ করে দিয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রশিবির ৩৬ জুলাইয়ের অভ্যূত্থানে ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে স্বৈরাচারকে উৎখাতে অসামান্য ভূমিকা রেখেছে এবং সামনে আর কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল স্বৈরাচার হতে চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ছাত্রশিবির জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে যাবে।

তিনি কক্সবাজার জেলার সর্বস্তরের ছাত্রসমাজ এবং কক্সবাজারবাসীকে র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এনজে

শেয়ার