Top
সর্বশেষ
নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল অন্তর্বর্তী সরকারের ৬ মাস: আশা-নিরাশার দোলাচলে ব্যাংক খাত

নবীনগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আর্থিক দন্ড

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
নবীনগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আর্থিক দন্ড
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া বাইখালী খাল পারের কৃষি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নেওয়ার সময় বৃহস্পতিবার সকালে মাটির নৌকা আটক করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটি কাটার অপরাধে একজনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ একজনকে জরিমানা করা হয়েছে এবং আটক নৌকাগুলোর মালিক ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দেন। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

এনজে

শেয়ার