Top

আ.লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
আ.লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, গণহত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর স্বারকলিপি প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে কাউতলী মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের কাছে স্বারকলিপি হস্তান্তর করেন নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুউদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাজিউর রহমান তানভির, সদস্য সচিব হাসানুর রহমান ওবায়দুল্লাহ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল সাফি, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ ভূইয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ফাইজা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নারকীয় তাণ্ডব চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি যেভাবে অন্তবর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে তেমনি খুনী ও সন্ত্রাসীদের

সংগঠন আওয়ামীলীগের রাজনীতিও সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। জুলাই-আগস্টে ছাত্র জনতাকে গুলি করে হত্যাকারী খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায় করার হুশিয়ারী দেন তারা।

এম জি

শেয়ার