Top

নবীনগরে স্বাস্থ্য কর্মকর্তার ইপিআই সেশন পরিদর্শন

০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
নবীনগরে স্বাস্থ্য কর্মকর্তার ইপিআই সেশন পরিদর্শন
নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ওয়ার্ড নং ০২, সাব ব্লক ক/১, মোঃ সফিকুল ইসলামের বাড়ীর ইপিআই সেশন পরিদর্শন করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্লিনিকের স্বাস্থ্য ব‍্যবস্থাপনা, স্বাস্থ্য শিক্ষা, আগত শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় স্বাস্থ্য পরিদর্শক উপজেলা এমটি (ইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শফিকুল ইসলাম, স্যাটেলাইট ক্লিনিকের এফডব্লিউ ভিওএফ ডব্লিউ এ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব‍্যাহত থাকবে।

এম জি

শেয়ার