Top

স্বৈরাচার পালালেও তার দোসররা রয়ে গেছে : তারেক রহমান

০১ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
স্বৈরাচার পালালেও তার দোসররা রয়ে গেছে : তারেক রহমান
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও তার দোসররা রয়ে গেছে, এ জন্য দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গেছে বাংলাদেশে।

তিনি বলেন, এরা বিভিন্ন ভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা সফল করতে দিতে পারি না এবং যদি আপনাকে রক্ষা করতে হয়, আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয় এবং নিজের দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ; তাহলে আমাদের সকলকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান বলেন, এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য ; সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত প্রতিবাদ হয়েছে, যত মানুষকে নির্যাতিত করা হয়েছে। তাদের সেই অত্যাচার নির্যাতনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। এই অত্যাচার নির্যাতন ব্রাহ্মণবাড়িয়ার মানুষই নয়, সমগ্র বাংলাদেশের মানুষ এই অত্যাচারকে ফেইস করে এগিয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, দেশের মানুষকে যদি শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে হয়, দেশের সাথে তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসবো,আমরা আলোচনা করবো, এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করবো। আমাদের সামনে বহু কাজ এখন, অনেক কাজ।

সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এড. আব্দুল মান্নানের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব বরকত উল্লাহ বুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব হোসেন শ্যামল, কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া , সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক, সহ আইন বিষয়ক সম্পাদক এড. খোরশেদ আলম, রিয়াজ উদ্দিন নুসু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদুল হক সাঈদ, তকদির হোসেন জসিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, নুরে আলম সিদ্দিকীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

বিএইচ

শেয়ার