পাকিস্তানের প্রধান শহরগুলো, বিশেষ করে লাহোর, করাচি ও ইসলামাবাদ, দীর্ঘদিন ধরে বায়ুদূষণের মারাত্মক সমস্যার মুখোমুখি। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় লাহোর প্রায়ই শীর্ষস্থান দখল করে আছে। এবার পরিবেশ সুরক্ষায় ৩০টি বায়ুদূষণ মনিটর চালু করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পরিবেশ সুরক্ষায় ‘ক্লিন অ্যান্ড গ্রিন পাঞ্জাব’ উদ্যোগের অংশ হিসেবে পাঞ্জাব প্রদেশে ১০০টি অত্যাধুনিক এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়েছে প্রাদেশিক সরকার।
প্রাদেশিক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব রোববার সংবাদমাধ্যমকে জানান, ইতোমধ্যে ৩০টি এয়ার কোয়ালিটি মনিটর স্থাপন করা হয়েছে, যার ব্যয় কয়েক বিলিয়ন রুপি। আগামী ৩১ মার্চের মধ্যে আরও ৩০টি মনিটর চালু করা হবে, যা গত কয়েক বছরে মাত্র তিনটি স্টেশন থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।
তিনি বলেন, সরকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আধুনিক মনিটরিং সিস্টেম ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ।
মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘কঠোর নজরদারির জন্য লাহোরে পাঁচটি মোবাইল ও আটটি স্থায়ী মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে, যা স্যাটেলাইট-ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে এবং প্রতি ঘণ্টার বায়ুর মানের তথ্য সরবরাহ করবে।’
এই উদ্যোগটি ফয়সালাবাদ, মুলতান, রাওয়ালপিন্ডি ও গুজরানওয়ালার মতো প্রধান শহরগুলোতেও সম্প্রসারিত করা হবে। এতে রিয়েল-টাইম(তাৎক্ষণিক) পরিবেশগত তথ্য পাওয়া যাবে, যা দূষণ রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সহায়তা করবে।
স্থায়ী মনিটরিং স্টেশনগুলো শিল্প এলাকার দূষণের হটস্পট চিহ্নিত করতে সহায়ক হবে বলে জানান মন্ত্রী।
এনজে