ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি নির্বাচনের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের স্বাক্ষরযুক্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
চূড়ান্ত প্রার্থী তালিকায় ১১টি পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদসহ ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ বাকী ৬টি পদে আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জালাল উদ্দিন মনির ও মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মনির হোসেন ও মোহাম্মদ জহিরুল হক (জ.ই বুলবুল), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তাক আহমেদ উজ্জল ও মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ কামরুল ইসলাম ও মিঠু সূত্রধর পলাশ, কার্যকরী সদস্য ২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূরে আলম, মোঃ আমজাদ হোসেন, মোঃ সাইদুল আলম ও শ্যামা প্রসাদ চক্রবর্তী।
দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণ করতে সবধরনের ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, প্রেসক্লাবের ৩০ জন ভোটারের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচিত করা হবে।
এম জি