Top
সর্বশেষ
ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫ শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

চট্টগ্রামে আ’ লীগ নেতার কমিউনিটি সেন্টারে আগুন

০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে আ’ লীগ নেতার কমিউনিটি সেন্টারে আগুন
নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার সন্ধ্যার দিকে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামে এক কমিউনিটি সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের উৎস সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না।

জানা গেছে, কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। তবে তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় ওই কমিউনিটি সেন্টারের ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে যায়।

কমিউনিটি সেন্টারটির মালিক রেহান উদ্দিন বলেন, ৫ আগস্টের পর স্থানীয় কিছু ব্যক্তি তার কমিউনিটি সেন্টারটি দখলের চেষ্টা করেন। এ কারণে বেশ কিছুদিন কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখা হয়। গত জানুয়ারি মাসে সেটি খুলে দেওয়ার পর চার থেকে পাঁচটি অনুষ্ঠান হয়েছে।

রেহান উদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তার কমিউনিটি সেন্টারে নাশকতা চালানো হয়েছে। দেওয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগায়। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এনজে

শেয়ার