খুলনা জেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর মধ্যে প্রথমবারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সোমবার (১১ ফেব্রুয়ারি) খুলনার আভা সেন্টারে ডিভিশনাল স্যাম ফ্যাসিলিটি ওয়ার্কশপ মারাত্নক অপুষ্টিতে আক্রান্ত শিশু বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম রাজিবের হাতে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা: মঞ্জুরুল মোরশেদ ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্হ্য উপপরিচালক গণ,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক গণ,পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ খুলনা, খুলনা বিভাগীয় সকল জেলার সিভিল সার্জন গণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গণ, পরিচালক ইউনিসেফ,খুলনা বিভাগ এবং ইউনিসেফের সদস্যবৃন্দ,এমআইএস সাপোর্টিং টীম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইএমসিআই ও পুষ্টি কর্ণার ব্যবস্হাপনা,কিডস কর্ণার ইনোভেশন,ইনডোরে SAM+MAM অপুষ্টিতে আক্রান্ত শিশু বাচ্চা ভর্তি এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনায় ২০২৪ সালের বিভিন্ন প্যারামিটারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ খুলনা বিভাগীয় সেরা একাদশ ১১ তম উপজেলা এবং খুলনা জেলায় বেস্ট একমাত্র উপজেলার সম্মান অর্জন করে। সার্বিক ব্যবস্থাপনায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যখাতে ব্যাপক অবদান রাখায় এ সম্মাননা দেওয়া হয়েছে। কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম রাজিব বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাবো। কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম রাজিব আরও বলেন,
গাইনী ডাক্তার বদলী হয়ে সিজারিয়ান ডেলিভারি আপাতত না হওয়ায় আরেকজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আনার জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।পাশাপাশি হাসপাতালের পূর্ণাঙ্গ ভবন না থাকায় স্বাস্থ্যসেবা যথাযথভাবে দেয়া কষ্টকর হচ্ছে। ভঙ্গুর ব্যবস্থাপনা আর জরাজীর্ণ হাসপাতালের বলয় ভেঙে নব উদ্যমে সামনে এগিয়ে যাওয়া আর অত্যন্ত সীমিত রিসোর্স নিয়ে এই অর্জন নি:সন্দেহে গর্বের আমার এতদিনের শ্রম,সাধনা বিফলে যায়নি। এই হাসপাতালের সকলের প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানায় বিশেষ করে কৃতজ্ঞতা জানায় শিশু বিশেষজ্ঞ ডা: বিকাশ মৃধা এবং নিয়মিত এসএসএন বিথী সুলতানার প্রতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মঞ্জুরুল মোরশেদ।
এনজে