Top
সর্বশেষ

অনির্দিষ্টকালের জন্য লকডাউন শাবিপ্রবি

৩১ মার্চ, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
অনির্দিষ্টকালের জন্য লকডাউন শাবিপ্রবি
ডেস্ক রিপোর্ট :

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

ঘোষণা অনুয়ায়ী আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোনও বহিরাগতের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ।

বুধবার (৩১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য লকডাউনের নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা এই নিয়মের বাইরে থাকবেন। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গত বছরের ১ অক্টোবর লকডাউন ঘোষণা করেছিল শাবিপ্রবি প্রশাসন। গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে এই বিশ্ববিদ্যালয়।

শেয়ার