নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে মিয়ানমারের বিক্ষোভকারীরা। রাতভর মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি জনগণকে ‘গেরিলা আঘাতের’ আহ্বান জানিয়েছে তারা।
ইন্টারনেটের ওপর শুক্রবার (২ এপ্রিল) থেকে নতুন করে সামরিক জান্তার দেওয়া বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে এই আহ্বান এসেছে বলে জানিয়েছে রয়টার্স।
মিয়ানমারে তারবিহীন ব্রডব্যান্ড যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, এখন কেবল ফিক্সড-লাইনেই ইন্টারনেট সেবা চালু আছে। এমন অবস্থায় অভ্যুত্থানবিরোধীরা রেডিও তরঙ্গ, অফলাইন ইন্টারনেটের উপায় ও মোবাইল বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালু রেখেছে।