Top

রুশ পররাষ্ট্রমন্ত্রী ১৩ এপ্রিল তেহরান সফরে যাচ্ছেন

০২ এপ্রিল, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
রুশ পররাষ্ট্রমন্ত্রী ১৩ এপ্রিল তেহরান সফরে যাচ্ছেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচনার জন্য ১৩ এপ্রিল ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বিশেষ করে সিরিয়া, ককেশাস, ইয়েমেন ও আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা ইস্যু নিয়েও তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। দেশ দুটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু ইস্যুতে একই রকমের দৃষ্টিভঙ্গী পোষণ করে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধেও ইরান ও রাশিয়া একই অবস্থান থেকে লড়াই করছে।

সাঈদ খাতিবযাদে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের আমন্ত্রণে রুশ পররাষ্ট্রমন্ত্রী আগামী ১৩ এপ্রিল তেহরান সফর করবেন। রাশিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ বিষয়ক অবকাঠামোর আওতায় এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

শেয়ার