Top

চাঁপাইনবাবগঞ্জে দোকান খোলা রাখার দায়ে জরিমানা

০৭ এপ্রিল, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে দোকান খোলা রাখার দায়ে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বুধবার (৭ এপ্রিল) লকডাউনের তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৩টি দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমান্ডার মেজর নাজমুস শাকিব জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট রওশন জাহান ও শাহানাজ পারভীনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল জেলা শহরের বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, নিউ মার্কেট এবং হাসপাতাল রোডে অবস্থিত মার্কেটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬ দোকান মালিককে মোট ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা
হয়। এছাড়া সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়। এদিকে লকডাউনের কারনে বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি, আটোরিক্সা, রিক্সা, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।

শেয়ার