Top

মানিকগঞ্জে লক ডাউনের বেহাল অবস্থা, পরিবহন শ্রমিকরা মানছেনা স্বাস্থ্যবিধি!

০৭ এপ্রিল, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
মানিকগঞ্জে লক ডাউনের বেহাল অবস্থা, পরিবহন শ্রমিকরা মানছেনা স্বাস্থ্যবিধি!
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে সরকারের নির্দেশনা মোতাবেক করোনার সংক্রমণ রোধে লকডাউন মানা হচ্ছে না। যথাযথ ভাবে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও তা লক্ষ করা যায়নি। বরং অনেকটা সরকারের নির্দেশনাকে উপেক্ষাই করতে দেখা গেছে। বলা যায় লকডাউনের বেহাল অবস্থা।

বুধবার (৭ এপ্রিল) সকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অল্প সংখ্যক পরিবহন চলতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক সময়ের মতই ব্যাপক হারে গণপরিবহন চলতে দেখা গেছে। সেই সাথে পরিবহনের চালক ও হেলপারকে মাস্ক ও অন্যান্য করোনা কালীন স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখা যায়নি।

এদিকে পথচারীদের মধ্যেও কেউ কেউ মাস্ক পড়লেও অনেকেরই মুখে মাস্কের ব্যাবহার ছিল না। সেই সাথে জেলা শহর প্রবেশ পথে সড়ক ও জনপথের রাস্তা নির্মাণের কর্মীদের মধ্যে কোনো প্রকারের স্বাস্থ্য বিধি মানার দৃশ্য চোখে পড়েনি। এছাড়াও সদর হাসপাতালের চত্বরে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে এক জায়গায় জড়ো হওয়ার প্রবনতাও লক্ষ করা গেছে।

অপরদিকে বড় বড় শপিংমল গুলো ছাড়া জরুরী পরিসেবার দোকান গুলোর পাশাপাশি খাবার হোটেল, চায়ের দোকান, বিভিন্ন পান-সিগারেটের দোকান খোলা রাখা হয়েছে। পথচারীদের অনেককেই উন্মুক্ত ভাবে ধুমপান করতে দেখা যায়।

 

শেয়ার