Top

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বৈসাবি উৎসব পালিত

১২ এপ্রিল, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ
খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বৈসাবি উৎসব পালিত

খাগড়াছড়িতে ফুল চাকমা সম্প্রদায় অন্যতম উৎসব বিজুর মধ্য দিয়ে শুরু হয়েছে বৈসাবি’র আনুষ্ঠানিকতা।

আজ সোমবার ভোরে চেঙ্গী ও মাইনী নদীতে বাহারী ফুল দিয়ে জল দেবতার প্রার্থনা করেন।

পুরানো বছরের দুঃখ, গ্লানি মুছে গিয়ে নতুন বছর সুখ-শান্তির বার্তা নিয়ে আসে এ বিশ্বাস থেকে যুগ যুগ সময় থেকে এ ধারা চলে আসছে। ফুল বিজুর এ দিনে মহামারী করোনা থেকে মুক্তি লাভের আশায় সকাল থেকে বিহারে বিহারে প্রার্থনা ছিল। বাংলা বর্ষপঞ্জিকার শেষ দুই দিন বর্ষ বিদায় ও প্রথম দিন বরণের লক্ষে চাকমা সম্প্রদায় বিজু উৎসব পালন করে।

একই ভাবে মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ও এ উপলক্ষ্যকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা পালন করবে। অন্যান্য বছর বৈসাবি উৎসবের বর্ণিল আয়োজন উপভোগ করতে খাগড়াছড়িতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকের ভিড় থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

শেয়ার