Top
সর্বশেষ
৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

সরকারি সাত হাসপাতালে আইসিইউ খালি নেই

১৪ এপ্রিল, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
সরকারি সাত হাসপাতালে আইসিইউ খালি নেই

দেশে করোনা ডেডিকেটেড সাতটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে কোনও বেড খালি নেই।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা হাসপাতালের ১৯ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।

কেবলমাত্র স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে চারটি এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে মাত্র একটি বেড ফাঁকা রয়েছে।

সরকারি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও সেখানে কোনও আইসিইউ বেড নেই।

অর্থাৎ, রাজধানী ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ১০টি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য থাকা ১৪২টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ১৩৭ জন, আর বেড খালি রয়েছে মাত্র পাঁচটি।

অপরদিকে, অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ বেড রয়েছে মোট ৩৫৭টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ৩৫০ জন, বেড খালি রয়েছে সাতটি।

রাজধানীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট আইসিইউ বেড রয়েছে ৪৯৯টি, এর মধ্যে রোগী ভর্তি আছেন ৪৮৭টিতে। সরকারি- বেসরকারি মিলিয়ে আইসিইউ বেড ফাঁকা রয়েছে মাত্র ১২টি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশে করোনা রোগীদের জন্য আইসিইউ বেড আছে মোট ৭৯২টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ৬৫৫ জন, আর বেড ফাঁকা রয়েছে ১৩৭টি।

শেয়ার