আমেরিকায় বন্দুক-সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গণ গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এ মন্তব্য করলেন।
তিনি বলেন, গোলাগুলির ঘটনায় অনেক পরিবারকে অপেক্ষায় থাকতে হবে কার মৃত্যু হচ্ছে এবং কে বেঁচে যাচ্ছে। এই নিষ্ঠুর অপেক্ষা এবং ভাগ্য আমাদের জাতির জন্য একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন আমেরিকার কোনো না কোনো জায়গায় এইভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। প্রতিদিন বন্দুক-সহিংসতায় মানুষ মারা যাচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেন এই বন্দুক-সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবন বাঁচাতে আমাদের অবশ্যই আরো অনেক কিছু করতে হবে।
চলতি বছর এ নিয়ে ইন্ডিয়ানাপোলিসে চারটি বন্দুক-সহিংসতা হলো। নতুন এই সহিংসতার পর আবারো বন্দুক নিয়ন্ত্রের ইস্যুটি সামনে চলে এসেছে। আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী দেশ যেখানে প্রতি ১০০ জন বসবাসকারীর কাছে ১২১টি বন্দুক রয়েছে।