ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ২ লাখ ৭৩ হাজার ৮১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬১৯ জন মানুষ। সোমবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার শনাক্ত নতুন রোগীসহ এখন অবধি ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়ালো। আর মোট মৃতের সংখ্যা এক লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।
এর আগে গতকাল রোববার ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন এক হাজার ৫০১ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ৬১ হাজার ৫০০ জন। আর আজকের সংখ্যা সেটিকেও ছাড়িয়ে গেলো। এ নিয়ে টানা পাঁচদিন ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
গত এক সপ্তাহেই সংক্রমিতের সংখ্যা প্রায় ১৫ লাখ ছুঁয়েছে। সংক্রমণের তালিকায় শীর্ষ পাঁচে আছে মহারাষ্ট্র (৬৮ হাজার ৬৩১), দিল্লি (২৫ হাজার ৪৬২) এবং কর্ণাটক (১৯ হাজার ৬৭), ব্যাঙ্গালোরু (১২ হাজার ৭৯৩)।