ননিকার লাশ রাজশাহী থেকে ঠাকুরগাঁও আসার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ননিকার বাবা মা বাকরুদ্ধ হয়ে পড়েন। বড় আশা ছিল ননিকাকে নিয়ে বৃদ্ধ বাবা নৃপেনের। সব আশা শেষ হয়ে গেল ননিকা খুন হওয়ায়।
রাজশাহীতে তরুণী ননিকাকে হত্যার অভিযোগে এক পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। রাজশাহীতে ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর থেকে ননিকার পায়ের কয়েকটি আঙুল বের হয়ে ছিল। এ দৃশ্য দেখে এক পথচারী পুলিশকে খবর দিয়েছিলো।
প্রথমে নিহত তরুণীর পরিচয় মেলেনি। ঘটনার তিন দিনের মাথায় তরুণীর পরিচয় পাওয়া যায়। রাজশাহীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রবিহীন এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। খুনের সঙ্গে জড়িত অভিযোগে এক পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নিহত তরুণীর পরিচয় জানা যায়। তার নাম ননিকা রানী (২৩)। তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর গ্রামের বানিয়া পাড়ায়। তাঁর বাবার নাম নৃপেন চন্দ্র বর্মণ। ননিকা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে সদ্য পাস করেছেন। তিনি একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি নগরের পাঠানপাড়া এলাকার একটি মেসে থেকে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন।
১৯ এপ্রিল সোমবার রাতে ঠাকুরগাঁওয়ে ননিকার গ্রামের বাড়িতে লাশ এসে পৌছায়। পরে লাশের সৎকার করা হয়। তার লাশ এলাকায় পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তার বাবা- মা বাকরুদ্ধ হয়ে পড়েন। যারা তাদের মেয়েকে খুন করেছে তাদের ফাঁসি দাবি করেন তারা।
উল্লেখ্য, ওই দিন ড্রামটি পড়ে ছিল রাজশাহী নগরের সিটিহাট এলাকার একটি ডোবায়। গত শুক্রবার এক পথচারী ড্রামের মুখে ননিকার পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ড্রামের ভেতর থেকে তরুণীর লাশটি উদ্ধার করে।