Top

মুহাম্মদ জাভেদ হাকিমের কবিতা ‘মিতালী’

২৪ এপ্রিল, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
মুহাম্মদ জাভেদ হাকিমের কবিতা ‘মিতালী’

তুমি যদি মেঘ হও
আমি হব বাতাস
তুমি যদি বৃষ্টি হও
আমি হব রঙধনু
তুমি যদি চন্দ্র হও
আমি হব মেঘহীন সূর্য
আর আমি যদি আকাশ হই
তুমি হবে সেই আকাশের তারা
এসো হে আমার প্রিয়া
আর নয় দেরি
হাতে হাত রেখে
চলো এবার দুজনে
হৃদয়ে হৃদয়ে মিতালী করে
মুষলধারা বৃষ্টিতে ভিজি

শেয়ার