Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

২৫ এপ্রিল, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :

করোনাকালীন গার্মেন্টস শ্রমিক, গৃহশ্রমিকসহ সকল শ্রমজীবী নারীর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং এনজিও ঋণ মওকুফ ও মহাজনী সুদ কারবার বন্ধসহ ৬দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (২৫ এপ্রিল) শহরের ১নং রেলগেটে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর উল্লেখিত দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাষীনি দেবী, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক লীজা উল্যা রাহেলা সিদ্দিকা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, করোনা ভাইরাস গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, ভাবিয়ে তুলছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার যৌক্তিকতা। ভাইরাস প্রতিরোধে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতি আরও নাজেহাল জনজীবন। বাংলাদেশে প্রকটভাবে করোনায় উদ্ভব ঘটায় অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই তীব্র সংকট ঘনীভূত হয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে, গ্রাম শহরে শ্রমজীবি মানুষ খাদ্য চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে বিশেষত নারী ও শিশুরা চরম দূর্ভোগের শিকার। বেঁচে থাকার জন্য নুন্যতম খাদ্য ঘরে নাই, মাথার উপর এনজিও ঋণের কিস্তি, মহাজনী সুদের চাপে মানুষ দিশেহারা, সহায় সম্বলহীন রিক্ত নিঃস্ব মানুষের যাবার কোথাও জায়গা নেই। দেশের এহেন নাজুক পরিস্থিতিতে যারা কলের চাকা ঘোরায়, ক্ষেতে ফসল ফলায়, উদয়াস্ত শ্রম করে সকলের মুখের আহার জোগায় সে সকল মানুষদের বাচিয়ে রাখতে, জীবন-জীবিকা সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়া গাইবান্ধা জেলায় নারীদের একমাত্র হাসপাতাল মা ও শিশু কেন্দ্রে (মাতৃসদন) দীর্ঘদিন কর্তৃপক্ষের গাফিলতির কারণে কোন ডাক্তার নেই। চরম দূর্ভোগে পড়ছে গর্ভবতী মায়েরা। অবিলম্বে ডাক্তার নিয়োগের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান তারা।

শেয়ার