Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ কমছেই না

২৫ এপ্রিল, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ কমছেই না
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় মাঝে দুদিন বৃষ্টির সম্ভবনা দেখা দিলেও সে সম্ভাবনা এখন কেটে গেছে। শনিবার থেকে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। তপ্ত ধরিত্রীর বুকে বইছে লু হাওয়া। মৃদু তাপ প্রবাহ বেড়ে মাঝারি মাত্রায় উন্নীত হয়েছে।

এরই মাঝে অবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কয়েক দিন ধরে অব্যাহত তাপপ্রবাহ দু একদিনে কমার সম্ভাবনা নেই, বরং তা আরো বাড়বে এবং বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

 চুয়াডাঙ্গায় গত শনিবারে তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে দেখা গিয়েছে খেটে খাওয়া মানুষ রোজা রেখে বাইরে বের হতে পারছে না প্রচন্ড তাপদাহে। আর এই তীব্র গরমের কারণে চুয়াডাঙ্গায় ধান কাটা ও ভুট্টা কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।

শেয়ার