Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

রাজবাড়ীর বাবু মিয়ার মৃত্যু বার্ষিকীতে স্মৃতি সংসদের মাস্ক বিতরণ

২৬ এপ্রিল, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
রাজবাড়ীর বাবু মিয়ার মৃত্যু বার্ষিকীতে স্মৃতি সংসদের মাস্ক বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রতিষ্ঠান প্রধান, কলেজ শাখার প্রতিষ্ঠাতা, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম একেএম সামসুদ্দোহা বাবু মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে একেএম সামসুদ্দোহা বাবু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে নারুয়া বাজারে ৫শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, একেএম সামসুদ্দোহা বাবু মিয়া স্মৃতি সংসদের সভাপতি আবু মোস্তফা, সাধারণ সম্পাদক আঃ রহিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রশিদ বাদশা, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মোল্যা, রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, প্রভাষক শামীম হোসেন, একেএম আতাউর রহমান বাবর, শিক্ষক লুৎফর রহমান, মিন্টু, রিপন মিয়া, জিয়াউর রহমান জিয়া, হাজী রনু বিশ্বাস, ফারুক বিশ্বাস, সালাম মেম্বারসহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তারা নারুয়া বাজারের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে মাস্ক বিহীন চলাচলরত যানবাহন চালক, ব্যবসায়ী, পথচারীসহ সকলের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং সবাইকে মাস্ক পড়তে উৎসাহিত করেন।

শেয়ার