Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ফরিদগঞ্জে চলমান লকডাউনে ৩২মামলায় ১৬হাজার ২শত টাকা জরিমানা

২৮ এপ্রিল, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জে চলমান লকডাউনে ৩২মামলায় ১৬হাজার ২শত টাকা জরিমানা
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি না মানা এবং দোকানপাট খোলা রাখায় ৩২ মামলায় ১৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার প্রশাসন কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বিভিন্ন বাজারে জনস্বাস্থ্য নিয়ন্ত্রে রাখতে ভ্রাম্মমান আদালত পরিচালনা করেন।

গত প্রায় ১৫ দিনে চলমান লকডাউনে উপজেলার বিভিন্ন বাজারে দন্ডবিধির ১৮৬০এর ২৬৯ ধারায় ১৫ এপ্রিল ৯টি মামলায় ২৪০০ টাকা, ১৭ এপ্রিল ৩টি মামলায় ৬৫০০ টাকা, ২০ এপ্রিল ৮টি মামলায় ১৮০০টাকা, ২১ এপ্রিল ২টি মামলায় ৩০০ টাকা, ২২ এপ্রিল ৫টি মামলায় ৪২০০টাকা ও ২৬ এপ্রিল ৫টি মামলায় ১০০০ টাকা মোট ৩২টি মামলায় ১৬ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি কমিশনার শারমিন আক্তার বলেন, ১৫ দিনের চলমান লকডাউনে বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি না মানায় প্রায় অর্ধশত মামলা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সতর্ক বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করেছি।

শেয়ার