Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সাতক্ষীরার শীর্ষ প্রতারক বাদশা গ্রেফতার

০১ মে, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরার শীর্ষ প্রতারক বাদশা গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার শীর্ষ প্রতারক এসএম বাদশা মিয়াকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (১ মে) ভোরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন একটি মুদি দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আটক বাদশা মিয়া সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার গ্রাম্য ডাক্তার নূর ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, এসএম বাদশা মিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নকল নোট প্যাড, সীল, সংসদ সদস্যের ডিও লেটার ও বিভিন্ন প্রকার নিয়োগপত্র এবং জমাজমি সংক্রান্ত কাগজ-পত্র জালিয়াতি করে মানুষের সাথে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে।

বাদশা মিয়া নিজেকে কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনও এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন। তাছাড়া ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কখনও বা কেন্দ্রীয় সভাপতি হিসাবে নিজেকে পরিচয় দিতেন। এছাড়াও টাকার বিনিময়ে চাকরিতে পদোন্নতি, চাকরি পাইয়ে দেওয়া, এমন কি যে কোন মামলার সুরাহা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, প্রতারক বাদশার মিয়াকে শহরের বাইপাস সড়ক থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এসময় তার স্বীকারোক্তিতে একটি অস্ত্র উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার