Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

জীবনের নিরাপত্তা চেয়ে মুনিয়ার বোনের জিডি

০২ মে, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ
জীবনের নিরাপত্তা চেয়ে মুনিয়ার বোনের জিডি
কুমিল্লা প্রতিনিধি :

জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। শনিবার (১ মে) সন্ধ্যায় কোতয়ালী থানায় তিনি এই ডিজি করেন। কোতয়ালী থানার ওসি আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিবাদী পক্ষের কিছু ব্যক্তি পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে এবং সমঝোতায় আসতে চাপ দিচ্ছে। মামলা যদি তুলে নেয়া না হয় তবে টাকার বিনিময়ে তাকে অথবা তার স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের যে কোনভাবে বিপদে ফেলা হবে। দরকার হলে যে কোন অঘটন ঘটিয়ে খুন করে মরদেহ গুম করে দেয়া হবে। মামলা প্রত্যাহার করা না হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নাজেহাল করার হুকমিও দিয়েছে বিবাদী পক্ষ। হুমকিদাতারা যে কোন সময় তাকে অথবা তার পরিবারের সদস্যদের কুমিল্লাসহ দেশের যে কোন স্থানে আক্রমণ করে খুন বা জখম করবে।

কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক বলেন, তার সাধারণ ডায়েরি আমরা আমলে নিয়েছি। একজন পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিহত মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন, দুইটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। সে নম্বর দুটি নম্বরসহ জিডি করেছি। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। রবিবার কুমিল্লায় মানববন্ধন করবো। আমি বোন হত্যার বিচার চাই।

প্রসঙ্গত, সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার