Top

লেনদেনে শেয়ারবাজার : ডিএসইর ৫ নির্দেশনা

৩১ মে, ২০২০ ৭:০২ পূর্বাহ্ণ
লেনদেনে শেয়ারবাজার : ডিএসইর ৫ নির্দেশনা

মহামারি করোনাভাইরাসের কারণে ৬৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের শেয়ারবাজারে আবার লেনদেন চালু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

লেনদেন চালুর আগে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের উদ্দেশ্য ৫টি নির্দেশনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ও সকল প্রকার সুরক্ষা নিশ্চিত করে লেনদেন কার্যক্রম চলবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছিল।

ডিএসইর ৫ নির্দেশনার মধ্যে রয়েছে :

>>> বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউসে আসতে নিরুৎসাহিত করা এবং মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করা।

>>> কোনো ধরনের হ্যান্ডশেক না করা।

>>> কোনো ধরনের কোলাকুলি বা আলিঙ্গন না করা।

>>> হাঁচি, কাশি বা সন্দেহজনক লক্ষণ থাকা কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করা।

>>> চোখ, নাক, কান, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে গত ২৬ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন বন্ধ করে দেয়া হয়।

সরকার ছুটি বাড়ালে তার সঙ্গে তাল মিলিয়ে শেয়ারবাজারও বন্ধ রাখার সময় বাড়ানো হয়। এতে ২৬ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ৬৬ দিন বন্ধ থাকে শেয়ারবাজার।

শেয়ার